সিলেটপোস্ট ডেস্ক::সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ই আগস্ট) বাদ যোহর আয়োজিত এই কোরআন খানি ও দোয়া মাহফিলে জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমেদ এর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মাওলানা রায়হান উদ্দিন।
কোরআন খানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সিলেটের সদস্য কামরুন্নাহার বেগম, জহুরা আক্তার, জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, কম্পিউটার প্রশিক্ষক মো. মহিন উদ্দিন, সেলাই এন্ড এমব্রয়ডারী প্রশিক্ষক সুফিয়া বেগম, অফিস সহায়ক এনাম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ১৫ আগস্ট নিহতের পরিবারের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।