সিলেটপোস্ট ডেস্ক::এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মুবিনুল ইসলাম মুবিন। সোমবার (১৪ আগস্ট) রাতে দক্ষিণ সুরমার মোমিন খলা এলাকার একটি অভিজাত হোটেলের হলরুমে শিক্ষার্থীর মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদ বলেন, শিক্ষার্থীদের প্রথমে লক্ষ্য ঠিক করতে হবে। এগিয়ে যেতে হলে পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতাও বাড়াতে হবে। বিভিন্ন স্কিল আয়ত্ত, ডিবেটিং, স্কাউটিং, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণসহ সভা-সেমিনারে অংশগ্রহণ করে নিজের প্রোফাইল বড় করতে হবে। তাহলে সহজেই নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
সাদেক উদ্দিনের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মফিক মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনসার আহমদ কয়েছ, হাবিবুর রহমান, যুবলীগ নেতা আব্বাস উদ্দিন, আবু হাসান সাহেদ, মিরাজ হোসেন, কামরুল হোসেন, শফিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুমন আহমদ, হাবিবুর রহমান, গিয়াস উদ্দিন, রুমন আহমদ প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাফিজ মৌলানা মুফতি আলী হোসেন। বিজ্ঞপ্তি