সিলেটপোস্ট ডেস্ক::মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পদে মো. জিল্লুর রহমানকে পদায়ন করা হয়েছে।
গত ২৭ জুলাই মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় সিলেট জেলা কমিটির সংগ্রামী সভাপতি যুব সংগঠক মো. জিল্লুর রহমানকে কার্যনির্বাহী সদস্য পদায়ন করার কথা উল্লেখ করা হলে বুধবার (২৩ আগস্ট) থাকে কার্যনির্বাহী সদস্য পদায়ন করা হয়।
মো. জিল্লুর রহমানকে পদায়ন উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলা বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নিমিত্তে অগ্রণী ভূমিকা রাখবে সে প্রত্যাশা মহান মুক্তিযুদ্ধের চেতনার আদর্শিক সংগঠন মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির প্রত্যাশা করেন।