সিলেটপোস্ট ডেস্ক::২১শে আগস্ট গ্রেনেড হামলার মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মহানগর ছাত্রলীগ কর্মী মিঠুন দত্তের শোকাহত পরিবাররের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে যান সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
রোববার (২৭ আগষ্ট) বিকেলে তিনি নগরীর ৩৮ নং ওয়ার্ডের মৈয়ারচর এলকার নাজিরগাও গ্রামে তার বাড়িতে যান। এসময় তিনি মিঠুন দত্তের স্বজনদের সান্তনা দেন।
এসময় তার সাথে ছিলেন, সিলেট চেম্বার অব কর্সাসের সভাপতি তাহমিন আহমদ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ, ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান, সৌরভসহ মহারগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এর আগে, গত সোমবার (২১ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে সিলেট মহানগর ছাত্রলীগ কর্মী মিঠুন দত্ত এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।