সিলেটপোস্ট ডেস্ক::ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।বুধবার (৩০ আগস্ট) বেলা তিনটার দিকে পুলিশ অভিযান চালিয়ে সিলেট নগরীর আম্বরখানা পেট্রোল পাম্প এলাকা থেকে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ২ টি চেক এবং ৩ টি মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের মোজাম্মিল আলীর পুত্র মাহবুবুর রহমান (৪৫), বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের মৃত জবেদ আলীর পুত্র আজির উদ্দিন (৩০) ও সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীরনগর গ্রামের শফিকুল ইসলামের পুত্র রাসেল আহমদ (৩২)।
পুলিশ জানায়, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ প্রথমে সিলেট নগরীর আম্বরখানা পেট্রোল পাম্প এলাকায় ওই তিনজনকে পাঁচ হাজার ইয়াবাসহ আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে নগরীর পূর্ব পীর মহল্লার একটি বাসায় অভিযান চালিয়ে আরও নয় হাজার ছয়শ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর)উপ-কমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাদেক কায়সার দস্তগীর, এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, বন্দর বাজার পুলিশ ফাঁড়ির টুআইসি এসআই নিশু লাল দে, লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদ ফজল, টুআইসি এসআই অন্জন কুমার দেবনাথ, অজয় শংকর চৌধুরী, এসআই জামিল, এসআই আব্দুল আলীম, শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জামাল উদ্দিন, আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।
ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।