জৈন্তাপুর প্রতিনিধ::সিলেট তামাবিল জাফলং সড়কের জৈন্তাপুর (হরিপুর) করিচেরপুল এলাকায় ক্যারিকাব গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন।গত ১লা সেপ্টেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে এই দুঘর্টনা ঘটে।
নিহত ব্যক্তি চারিকাটা ইউনিয়নের নয়াখেল দক্ষিন গ্রামের বাসিন্দা এনায়েত উল্লার পুত্র লোকমান আহমদ (৭০) বলে জানাগেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গাড়ি’তে ভারতীয় অবৈধ চিনি ভর্তি থাকায় দ্রুত গতিতে ছিল।
গাড়ির নম্বর (সিলেট-ছ-১১-১৭৩৬)। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ দুঘর্টনাস্থলে ছুটে যান। স্থানীয় জনতার সহযোগিতায় নিহত বৃদ্ধের লাশ উদ্বার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসা হয়।
জৈন্তাপুর মডেল থানার পুলিশ হাসপাতালে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। নিহত লোকমান আহমদের আত্মীয় স্বজন ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করতে প্রশাসনর সাথে যোগাযোগ করছেন। দুঘর্টনা কবলিত ক্যারিকাব গাড়ি’টি জব্ধ করা হয়েছে। ঘটনাস্থলে বৃদ্ধ নিহত হওয়ার কথা হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে। তবে তিনি এই গাড়ির যাত্রী কি না বা কেন তিনি সেখানে ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।