সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

বানারীপাড়ায় কাউন্সিলরের বাড়ী থেকে চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ

বানারীাড়া প্রতিনিধি::বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সুমন খানের বাড়ী থেকে শনিবার ১ সেপ্টেম্বর বিকেলে চোরাই ইট, রড ও শাটার এসআই মামুনের নেতৃত্বে উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে আসা হয়। এব্যাপারে জানা যায়, বন্দর
বাজারে শহর রক্ষা বাধের পাশে অধৈধ স্থাপনা প্রশাসন উচ্ছেদ করে। উচ্ছেদের পর গত ১৭ আগস্ট তিনটি সেমিপাকা স্থাপনার মালামাল কাউন্সিলর সুমন খান চুরি করে তার বাড়ীতে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।

এ অভিযোগ করেন স্থাপনার মালিক দাবীকারী কাজী এনায়েত করিম। তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী এবং আর একজন মালিক দাবিদার মোঃ কবীর সরদার পুলিশের সহযোগিতায় পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সুমন খানের বাড়ী থেকে ওই চোরাই ইট, রড ও শাটার পুলিশ উদ্ধার করে। কবির সরদার জানান, এ ব্যাপারে থানা পুলিশ মামলা নেয়নি। কোন এক প্রভাবশালী নেতার হস্তক্ষেপে। ওসি মাসুদ চৌধুরী মামলা করা থেকে নিরুৎসাহিত করেন । পরে কাউন্সিলর সুমন খান, অভিযোগকারীগণ এবং থানা কর্তৃপক্ষ মিলে চুরির বিষয়টি তিন লাখ টাকায় দফারফা হয়। যার লেন দেন ১২ সেপ্টেম্বর অভিযোগকারীদের দেয়া হবে সিন্ধান্ত হয়।

এ সময় কাউন্সিলর মনির হোসেন, ব্যবসায়ী ও ঠিকাদার ত্রিনাথ পোদ্দার, সুমন খানের ভাই সজীব খান এবং বাজারের আড়তদার রিপন উপস্থিত ছিলেন।

কাউন্সিলর সুমন খান জানান, উচ্ছেদের সময় লেবার ও ভেকু ভাড়া দেয়ার জন্য মালামাল জিম্মায় দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির জানান, আমরা
কাউন্সিলর সুমন খানের জিম্মায় দেইনি। যারযার মালামাল তারা নিবে। সে এর ঠিকাদার ও না।

বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ চৌধুরীর কাছে বিষয়টি
জানতে চাইলে তিনি এবং এস আই মামুনকে বারবার মোবাইল করলেও তারা ফোন রিসিভ করেননি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.