সিলেটপোস্ট ডেস্ক::আগামী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় ঘোষিত গনঅনশন গনসমাবেশ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর শাখা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত সিলেটের ঐতিহাসিক সারদা হলের সম্মুখে সকাল ৬টা থেকে সন্দ্যা ৬টা পর্যন্ত গনঅনশন সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্মমন্দিরে কোতোয়ালী থানা ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ এর উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ৭দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ দেশের বিবেকবান অসাম্প্রদায়িক চেতনার মানুষ ও জাতি গত সংখ্যালগুরা ঘরে ফিরে যাবে না। তিনি আগামী ১৬ই সেপ্টেম্বরের গনঅনশন কর্মসূচী সফল করার আহবান জানান।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কোতোয়ালি থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায় এর সভাপতিত্বে ও পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রকি দেব এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যম পুরকায়স্থ চয়ন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদ মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত, ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পুজা উদযাপন মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস, ঐক্য পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক শ্যমল কপালী, পুজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানার সভাপতি এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক সৌমিএ শ্যম চৌধুরী, উত্তম ঘোষ, শ্যমল চৌধুরী, কৃপেষ রঞ্জন দাস, অমর দত্ত, রঞ্জুন কুমার সরকার, যিশু কৃষ্ণ দেব জনি প্রমুখ।