
আটককৃতরা হলেন এরুয়াখাই প্রকাশিত (তেলুরাকান্দি) গ্রামের মোঃ মন্তু মিয়া ছেলে
মোঃ আব্দুল কাদির (৩৫), মৃত আলতু মিয়ার ছেলে লায়েক মিয়া (৩৪),মৃত আব্দুস ছোবহান মিয়ার ছেলে মোঃ মঞ্জুর আলী (৩৫),মোঃ নুর মিয়া ছেলে মোঃ ফারুক মিয়া (৩০),মৃত শরীফ আলী ছেলে মোঃ মিলন মিয়া (৩০),মৃত ছায়েদ মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (৩৮),মৃত আব্দুল আহাদ মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (২৯),মৃত ছায়েদ মিয়ার ছেলে মোঃ সুরুজ মিয়া,আব্দুর রহিমের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩২) ও ফতেপুর গ্রামের -মোঃ হবি উল্লাহ ছেলে মোঃ মোছব্বির আলী (৩৫),একই গ্রামের মোঃ আসকর আলীর ছেলে মোঃ আলা উদ্দিন (২৭)।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:বদরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই প্রকাশিত( তিলুরাকান্দি) গ্রামে প্রতিরাতে জুয়া চলে আসছে। পরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আজ সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।