সিলেটপোস্ট ডেস্ক::আম্বরখানা ঢালাই শ্রমিক সমবায় সমিতি লিমিডেট রেজি নং সিল-২০/২০-২১ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) নগরীর বড়বাজার রাস্তার মুখ সংলগ্ন কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোগ গ্রহণ।
নির্বাচনে ৫টি পদে বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেছেন ১৫জন প্রার্থী। এতে চাকা প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হন মো. পলাশ আহমদ, আনারস প্রতীকে সহ সভাপতি হন মো. দিদার হোসেন, কলম প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক হন মো. রেলু ভুইয়া, মোরগ প্রতীক নিয়ে কোষাধ্যক্ষ মো. সফর আলী, ঘুড়ি প্রতীক নিয়ে সদস্য খুরশেদ আলী, ফুটবল প্রতীক নিয়ে লিকছন মিয়া, দেয়াল ঘরি প্রতীক নিয়ে সাজ্জাদ নূর, বাস গাড়ি প্রতীক নিয়ে তাজ মিয়া ও গোলাপফুল প্রতীক নিয়ে আবু হানিফ নির্বাচিত হন।
নির্বাচনে নির্বাচন কমিটির সভাপতি ছিলেন ফয়সাল আহমেদ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সিলেট সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। এছাড়া নির্বাচনে সমবায় দপ্তরের ৪ জন কর্মচারী পোলিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
এসময় ভোট গ্রহণ পরিদর্শন করেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক সহ এলাকার বিশিষ্ট মুরব্বী, যুব সমাজের নেতৃবৃন্দ।