সিলেটপোস্ট ডেস্ক::বিয়ানীবাজার আল্-জামি’আতুল মাদানীয়া দারুল উ’লূম নূরানীয়া মাদ্রাসা ও এতিমখানা জলঢুপ বড়গ্রাম বিয়ানীবাজারের সূরা ও আমেলা কমিটি গঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সূরা ও আমেলা কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ভূমিদাতা আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা হাজী মস্তুফা উদ্দীন-কে সূরার সভাপতি ও আব্দুল হাদী-কে সেক্রেটারী করে ৮৭ সদস্য বিশিষ্ট সূরা কমিটি গঠন করা হয়।
আব্দুল আহাদ-কে আমেলার সভাপতি এবং শায়খুল হাদীস মুফতী আব্দুল কারীম হাক্কানী আল্-হানাফী-কে আমেলার সেক্রেটারী করে ৩১ সদস্য বিশিষ্ট আমেলা কমিটি গঠন করা হয়।
নির্বাচিত অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সূরার নির্বাহী সভাপতি জি.এস ফারুকুল হক (মেয়র বিয়ানীবাজার পৌরসভা), সহ সভাপতি গৌছ উদ্দিন (সাবেক চেয়ারম্যান), মাস্টার আব্দুর রব, খায়রুল উদ্দিন, মাখন মিয়া, ইমাদ উদ্দিন, মকসুদুল ইসলাম আউয়াল, সিদ্দিকুর রহমান, ক্বারী আব্দুল মতিন, সহ সেক্রেটারী সাইফুল ইসলাম নিপু, জাকির হোসেন, সাহাব উদ্দিন, আয়াজ উদ্দিন, রফিক উদ্দিন প্রমুখ।
আমেলার নির্বাহী সভাপতি কাজী আব্দুল বাছিত, সহ সভাপতি হাজী মউর উদ্দিন, সহ সেক্রেটরী হাজী কবির আহমদ, সদস্য ফখরুল ইসলাম, মুন্তাজিম আহমদ, আব্দুল মালিক, আশফাক আহমদ প্রমুখ।