
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার দলের সম্মানিত নেতৃবৃন্দের দোয়া ও সহযোগিতা নিয়েই আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হলে এই জনপদের রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট সহ সকল অবকাঠামোগত উন্নয়ন সাধনে আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং একজন আইন প্রণেতা হিসেবে যা কিছুই আপনাদের স্বার্থসংশ্লিষ্ট তাতেই সর্বদা একনিষ্ঠ হয়ে আপনাদের স্বার্থ হাসিলে আপনাদের একজন সেবক হিসেবে কাজ করবো । এতে সকলের দোয়া সহযোগিতা কামনা করছি।
সভায় চিকনাগুল ইউপির সাবেক মেম্বার হাফেজ আব্দুল মুসাব্বির ফরিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ আলী, আবুল হোসেন, সমাজসেবী আকমল হোসেন চৌধুরী, লাল মিয়া সহ অসংখ্য মানুষ।
এর আগে তিনি স্থানীয় এলাকায় অবস্থিত সামাজিক কবরস্থান পরিদর্শন করে কবরস্থান উন্নয়ন কাজে সহযোগিতা করার আশ্বস্ত করেন।