সিলেটপোস্ট ডেস্ক::পূবালী ব্যাংক লিমিটেড ঢাকা প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক, পরিপালন বিভাগের বিভাগীয় প্রধান এ. জলিল বলেছেন, পূবালী ব্যাংক লিমিটেড গ্রাহকদের সেবার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এই ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা সকল ধরণের সুযোগ সুবিধা পাচ্ছেন। গ্রাহকদের ভালো মানের উন্নত সেবা দেয়ার জন্য সিলেটে এই প্রথম নগরীর শাহীঈদগাহ শাখায় এটিএম-সিআরএম বুথের চালু করা হয়েছে। এই সিআরএম এর মাধ্যমে ব্যাংকে না গিয়েই ২৪ ঘন্টা তাঁরা টাকা জমা দিতে পারবেন ও উত্তোলন করতে পারবেন। যার ফলে সহজেই তাঁরা এই সিআরএম এর মাধ্যমে সেবা পাবেন। তিনি আরো বলেন, ব্যাংকের পরিচালকগণ সব সময় গ্রাহকদের কথা চিন্তা করেন। সহজভাবে যাতে গ্রাহকরা টাকা উত্তোলন ও জমা দিতে পারেন তার কারণেই এই সিআরএম বুথের চালু করা হয়েছে।
তিনি (২১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে এই প্রথম নগরীর পূবালী ব্যাংক শাহী ঈদগাহ শাখায় এটিএম-সিআরএম-বুথের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেড সিলেটের উপমহাব্যবস্থাপক ও উত্তর আঞ্চলিক কার্যালয়ের প্রধান চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক কাজী মোছা: মাহবুবা বেগম প্রমূখ।