সিলেটপোস্ট ডেস্ক::সিলেটে ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত এসপিএল প্রকল্পের আওতায় ২দিন ব্যাপী ‘এডভান্সিং উইমেন্স লিডারশীপ ইন পলিটিক্স’ শীর্ষক বিভাগীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নগরীর মিরের ময়দানস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা বিএনপির বিভিন্ন স্তরের প্রায় ৩৫ জন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী নেতৃত্ব বৃদ্ধিতে বিভিন্ন সুপারিশমালা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট ডেমোক্রসি ইন্টারন্যশানালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মাদ নাইমুর রহমান।
ডেমোক্রসি ইন্টারন্যশানালের রিজিওনাল ম্যানেজার রাহিমা বেগমের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। নাসিম হোসাইন তার বক্তব্যে- রাজনৈতিতে সম্পৃক্ত নারীদের আরো পরিশ্রমী এবং সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার সুপারশি দেন। তিনি আরো বলেন, নারীর রাজনৈতিক উন্নয়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ এবং ভবিষ্যতে নারীর ক্ষমতায়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বিভাগীয় সম্মেলনে রাজনীতিতে নারী ক্ষমতায়নের গুরুত্ব সম্পর্কে জানানো হয় এবং নারীদের নেতৃত্বে ক্যাম্পেইন ম্যানেজারের কাজ নিয়ে অংশগ্রহণকারীরা দলীয় প্রেজেন্টেশন তুলে ধরেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল হক, সিলেট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আবুল কাশেম, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক হুমায়ন আহমদ মাসুক, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন, মৌলভীবাজার জেলা বিএনপির ১ম যুগ্ন সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বখশি মেজবাউর রহমান, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, সিনিয়র সহ-সভাপতি আসমা আলম, সহ-সভাপতি মিনারা হোসেন, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, মৌলভীবাজার জেলা মহিলা দলের সহ-সভাপতি নাসরিন পারভিন।