সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

শিক্ষার্থীদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর স্মার্ট বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

সিলেটপোস্ট ডেস্ক::শিক্ষার্থীদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ক্ষুদে খেলোয়াড়দের শিক্ষা-দীক্ষা ও খেলাধুলায় সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত সিলেটে বুধবার ২7 সেপ্টেম্বর ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জোবায়েদুর রহমান পিপিএম সেবা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা’র চেয়ারম্যান তপন কুমার সরকার, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ও অতিরিক্ত ‍পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

ক্রীড়াঙ্গণে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নিজেও একজন ক্রীড়াবিদ ছিলেন। তিনি ফুটবল, ভলিবল ও হকিসহ বিভিন্ন খেলায় পারদর্শী ছিলেন। খেলাধুলায় জাতির পিতার ব্যাপক পৃষ্ঠপোষকতার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ক্রীড়া ক্ষেত্রে বঙ্গবন্ধুর যে বিশেষ অবদান রয়েছে সে সম্পর্কে জানতে হবে এবং সে অনুযায়ী দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার্থীরাই হবে আগামীর হাতিয়ার অ্যাখ্যা দিয়ে স্বাধীনতাকে বুকে ধারণ করে কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের আগামীর উপযোগী করে গড়ে ওঠার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটাতে হবে উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়তে অভিভাবক ও শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আগামী ১ অক্টোবর ৫ দিনের এ প্রতিযোগিতা শেষ হবে সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে মোট ৪৯৬ জন খেলোয়াড় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.