সিলেটপোস্ট ডেস্ক::মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর সিলেট বিভাগীয় সদর দপ্তর জামে মসজিদে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম খান, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ছয়েফ খান, সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জগলু, আব্দুল জলিল ময়না, মুহিবুর রহমান শাহাজাহান, জুয়েল আহমেদ, বিলাল আহমেদ, মোস্তাক খান, আলমগীর আলম, ফয়সাল মাহমুদ মগনী, জয়নাল আহমেদ ঝানু, গিয়াস মিয়া, লক্ষ্মণ কর, এম শাহিন আহমেদ, আব্দুর রহিম, তারেক আহমেদ, সোহাগ আহমেদ, সায়মন আহমেদ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিভাগীয় সদর দপ্তর জামে মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসেন।