সংবাদ শিরোনাম
দোয়ারাবাজারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক  » «   সরকার দেশের কৃৃষি সেক্টরের উন্নয়ন ও কৃষি উৎপাদন কাজে অগ্রাধিকার দিয়েছে-সচিব ওয়াহিদা আক্তার  » «   দক্ষ আইনজীবী হতে হলে আইন চর্চার বিকল্প নেই” বিচারপতি এ.এস.এম. আব্দুল মোবিন  » «   ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে চুরের হিরিক পড়েছে- এসব দেখার যেন কেউ নেই!  » «   সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মনোনয়নপত্র দাখিল  » «   দোয়ারাবাজার সীমান্তে কিশোর গ্যাংয়ের উৎপাত!খাসিয়াদের গুলিতে আহত ১  » «   এইচএসসি সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৬২%  » «   দোয়ারাবাজারে অটোরিকশাচাপায় শিশু শ্রেণির ছাত্রী নিহত  » «   দোয়ারাবাজারে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন অফিসার ইনচার্জ   » «   কুশিয়ারা নদী থেকে লুপাট হচ্ছে কোটি কোটি টাকার বালু! নদীর বাঁধ হুমকির সম্মুখীন  » «   জৈন্তাপুরে জমিসংক্রান্ত বিরোধে একজন নিহত  » «   সিলেটে আন্তঃনগর উপবন এক্সপেসে আগুন  » «   নগরীর টিভি গেইটে নিজ দলরে ক্যাডাররা কুপিয়ে খুন করেছে এক ছাত্রলীগের কর্মীকে  » «   জৈন্তাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন  » «   সর্বাত্মক হরতাল সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপির আহবান  » «  

রাসূল (সা.) এর আদর্শ গ্রহণ করা আদর্শ সমাজ গঠনের পূর্বশর্ত-কাওছার হামিদ সাজু

সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু বলেন, রাসূল (সা.) শিশু, বালক, যুবক, বৃদ্ধ, নারী-পুরুষ তথা সকলের জন্যই আদর্শ। শিশুকালেই রাসূল (সা.) এর ইনসাফ কায়েমের নযীর রয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া (রা.) এর কাছে রাসূল (সা.) যখন দুধপান করতেন তখন দুধভাই আব্দুল­াহ’র জন্য দুধ রেখে তিনি দুগ্ধপান করতেন। এভাবে সমস্ত জিন্দেগীভর আল­াহর হাবীব (সা.) সমাজের জন্য ইনসাফের উদাহরণসমূহ রেখে গেছেন। বর্তমান সময়ে অনেকেই বলে থাকেন যে, শুধুমাত্র রাসূল (সা.) এর নবুয়ত এর ২৩ বছর অনুসরণ করা যাবে। এর পূবের্র জিন্দেগী অনুসরণ করা যাবে না। অথচ নবুয়ত লাভের পূর্বেও রাসূল (সা.)-কে যুবক বয়সে কাফেররা আল-আমীন উপাধিতে ভূষিত করেছিলো। তাঁর কৌশলী মধ্যস্থতায় হাজরে আসওয়াদ কাবাগৃহের দেয়ালে স্থাপিত হয়েছিল কোনও ধরনের বিবাদ ছাড়াই। সুতরাং এ ধরনের কথাকে আমরা পরিত্যাগ করে রাসূল (সা.) এর জিন্দেগীর রেখে যাওয়া আদর্শগুলো কিভাবে সমাজে ছড়িয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাঁর আদর্শ গ্রহণই আদর্শ ও সুন্দর সমাজ গঠনের পূর্বশর্ত।

০১ সেপ্টেম্বর ‘২৩, রবিবার, বাদ যুহর শান্তিগঞ্জ উপজেলার স্থানীয় কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মুবারক র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দুপুর ১২টায় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলার মাহবুবা কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে যোগ দেয়।

আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা কাজী তাজুল ইসলাম আলফাজ।

শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ আবু নছর মো. ইব্রাহিম এর সভাপতিত্বে এবং উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা মফিদুর রহমান, উপজেলা তালামীযের সভাপতি সোহানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহ আলম ।

উপজেলা তালামীযের অফিস সম্পাদক মো. মামুন আহমদ এর স্বাগত বক্তব্যে সূচিত র‍্যালিপরবর্তী আলোচনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা কারী সোসাইটির সাধারণ সম্পাদক কবি তাজ উদ্দীন আহমদ তাজুদ, সুনামগঞ্জ জেলা তালামীযের প্রচার সম্পাদক ফয়সাল আহমদ, শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা আক্তার হোসেন,। পাঠাগার সম্পাদক হাফিজ শামসুল ইসলাম সাহেব, সুনামগঞ্জ জেলার সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রমিজ উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলার সাবেক সহ সভাপতি ফেরদৌস আহমদ, আলীনুর রহমান, উপজেলা তালামীযের সহ সভাপতি আব্দুল­াহ আল মামুন, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, আনোয়ার হোসাইন, সাংগঠনিক সাম্পাদক সেজু মিয়া, সহ অফিস সম্পাদক আব্দুল আমীন, খাইরুল ওয়ারা তাহফিজুল কোরআন মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ আবু তাহের, জয়কলস ইউনিয়ন শাখার সভাপতি সালামুন আহমদ, আক্তাপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসা সভাপতি কজী রাসেল, আমরিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সভাপতি খাইরুল ইসলাম, খাইরুল ওয়ারা তাহফিজুল কোরআন সিচনী মাদরাসার সভাপতি মুস্তাক আহমদ সানী, হযরত শাহ জালাল (রহ) সুন্নীয়া হাফিজিয়া হলদারকান্দি মাদরাসার সভাপতি কাফিল উদ্দীন, ঘোড়াডুম্বর হাফিজিয়া দাখিল মাদরাসার সহ সভাপতি সালমান, আক্তাপাড়া ফাজিল মাদরাসার সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন, হলদারকান্দি মাদরাসার সাধারণ সম্পাদক রায়হান আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.