সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, প্রবীণের বুদ্ধি নবীনের শক্তির সমন্বয়ে সমাজের অন্যায় অবিচার দূর করতে হবে। ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করতে হবে। সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। পারিবারিক শিক্ষায় আমাদের সন্তানদের উন্নত মন-মানসিকতায় গড়ে তোলা অপরিহার্য।
তিনি রবিবার (১ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে “সর্বজনীন মানবাধিকার ঘোষনায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট এর সহ সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, সিলেটের সিভিল সার্জন মনিস্বর চৌধুরী।
সিলেট সমাজসেবা অফিসার মোহাম্মদ লুৎফুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা বশিরুল আমিন। পবিত্র গীতা পাঠ করেন সিলেট প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিলেট ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (অব:) আবু সিদ্দিকুর রহমান, সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দৈনিক পূণ্যভুমি সম্পাদক আবু তালেব মুরাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, বিশিষ্ট লেখক ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেটের সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন সিলেটের সভাপতি আতাউর রহমান খাঁন সামছু, এডভোকেট শামীম হাসান চৌধুরী, সৈয়দ শওকত আলী, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী প্রমুখ।