সিলেটপোস্ট ডেস্ক::বিএনপির কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে বহিষ্কার, মৃত্যুজনিত শুন্য পদ, বিদেশে স্থায়ী ভাবে চলে যাওয়া, দলের কার্যক্রমে ও কর্মসূচিতে নিষ্ক্রিয়তা ইত্যাদি কারণে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি কমিটিতে শূন্য হওয়া পদে দলের ৭ জন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন- সহ-সভাপতি পদে মোঃ মোক্তার আহমদ, যুগ্ম সম্পাদক পদে এনামুল হক মাক্কু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদ মোবারক হোসেন তুহিন, ক্রীড়া সম্পাদক পদে মোঃ আলাউদ্দিন মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রিফল আহমদ এবং সহ তথ্য ও গবেষণা সম্পাদক পদে আব্দুল মুহিম।
সোমবার গণমাধ্যমে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিদ্ধান্তে দলের ত্যাগী ও নির্যাতিত কর্মীদের মধ্য থেকে শূন্য পদে অন্তর্ভুক্তির জন্য উপজেলা বিএনপির সিদ্ধান্ত সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুমোদন করেছেন।