সংবাদ শিরোনাম
ওসমানীনগরে চিনি ভর্তি ট্রাক ছিনতাই চেষ্ঠাকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ   » «   কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান নোমানের বিরুদ্ধেব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  » «   ১৭ অক্টোবর সিলেট আসছেন বিএনপি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক  » «   হাজার মানুষের ভালোবাসায় সিদ্ধ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক  » «   শারদীয় দুর্গোৎসব শান্তি ও সমপ্রীতির বার্তা ছড়িয়ে দেয় আবু আহমদ ছিদ্দীকী এনডিসি  » «   দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি করতে হবে-সিলেটের জেলা প্রশাসক  » «   আজ যুক্তরাজ্য থেকে দেশে আসছেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা এমএ মালিক-স্বাগত জানাবেন নেতাকর্মীরা  » «   শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে সিলেট মহানগর কৃষক দলের নেতাকর্মীরা  » «   ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত  » «   বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদিরকে সিলেট মহানগর কৃষক দলের ফুলেল শুভেচ্ছা  » «   সিলেট ৪৮ বিজিবি’র অভিযানে ট্রাক সহ ভারতীয় ৫ হাজার ৭শত কেজি আপেল জব্ধ  » «   র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেনসিডিল, গাঁজা, অস্ত্র ও দেশী- বিদেশী মুদ্রাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার  » «   সাংবাদিক আহমেদ শাকিল এর ছোট বোনের বিয়ে সম্পন্ন  » «   সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর  » «   গুঞ্জন উঠেছে সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি  » «  

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মৌলভীবাজারে তালামীযে ইসলামিয়ার র‍্যালি

সিলেটপোস্ট ডেস্ক:;বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, আমরা মীলাদুন্নবী উদযাপন করি, তবে কাউকে আঘাত করা আমাদের উদ্দ্যেশ্য নয়। মীলাদুন্নবী (সা.) এর মাস প্রিয়নবীর আদর্শ সকলের সামনে তুলে ধরার উত্তম সুযোগ। আমরা শুধু নির্দিষ্ট দিনে নয় বরং রবিউল আউয়ালে সারা মাসজুড়েই বিভিন্ন কর্মসূচী পালন করে থাকি। শানে রিসালত মহাসম্মেলন সহ নানা আয়োজনে মুমিনগণ সারাবছরই নবীজি (সা.)-কে নিয়ে ব্যস্ত থাকেন। বর্তমানে নানা কৌশলে রাসূল (সা.) এর জন্মতারিখ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিন্তু বিভ্রান্তি সৃষ্টিকারীরা তাদের মত অনুযায়ী যে তারিখকে রাসূল (সা.)-এর আগমনের তারিখ বলে থাকেন, সে তারিখেও তাদের মীলাদুন্নবী পালন করতে দেখা যায় না। সুতরাং এর থেকে অনুধাবন করা যায়, তারিখের বেড়াজালে বিভ্রান্তি সৃষ্টি করে নবীর আদর্শ তুলে ধরার কাজ থেকে মুমিনদের দূরে সরিয়ে দেওয়ার অপচেষ্টা মাত্র। সেজন্য আমরা এ ধরনের বিভ্রান্তি সৃষ্টিকারীদের সাথে তর্কে জড়াবো না।

তিনি আরো বলেন, আমরা যেন প্রিয়নবীর আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি। নবীর পছন্দের কাজ করতে পারি। প্রিয়নবী (সা.) এর ভালোবাসা প্রকাশ, ধারণ ও বিস্তারে যেকোনো বৈধ পন্থা অবলম্বন করতে পারি। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী (সা.) এর আদর্শ অনুশীলনের মাধ্যমে আমাদের জীবন সাজাতে হবে।

১ অক্টোবর’২৩, রবিবার, পৌর জনমিলন কেন্দ্রে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা আয়োজিত ‘মুবারক র‍্যালি’ পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ। তিনি বলেন, আমরা জীবনে উদারতার শ্রেষ্ঠ শিক্ষা পাই মহানবী (সা.)-এর জীবন থেকে। যে মক্কাবাসী মুসলমানদেরকে নির্যাতন করে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, মক্কায় দুর্ভিক্ষ দেখা দিলে সেই মক্কাবাসীদের জন্য নবীজি (সা.) সার্বিক সহযোগিতা পাঠিয়ে ছিলেন। আমরা প্রতিশোধপরায়ণ না হয়ে উদার হবো, এটাই রাসূলুল্লাহ (সা.) এর শিক্ষা।

বাদ যুহর পৌর জনমিলনায়তন থেকে র‍্যালি বের হয়ে মৌলভীবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মৌলভীবাজার জেলা সভাপতি আলী রাব্বি রতন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির খাঁন এর স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের সংসদ সদস্য জনাব নেছার আহমদ এমপি, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাওলানা শামছুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম এ জলিল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের, জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মো. এনামুল হক, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমাদ রায়হান ফারহী, সদস্য সাহেদ আহমদ, জেলা আল ইসলাহ’র সহ-প্রচার সম্পাদক ফয়জুল ইসলাম, জেলা তালামীযের সাবেক সভাপতি কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের মৌলভীবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান, জেলার সহ-সাংগঠনিক সামায়ুন কবির, সদর উপজেলা আল ইসলাহ সভাপতি কাজী কবির উদ্দিন তালুকদার, সহ-সাধারণ এম এ শহীদ, সবুজ কুড়ি শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা সাইফুল ইসলাম, শাখার প্রচার সম্পাদক এনামুল হক চৌধুরী, সহ-প্রচার সম্পাদক রুবেল আহমদ, আবুল হোসেন, সহ-অফিস সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, প্রশিক্ষণ সম্পাদক মো. রুমেন চৌধুরী, রাজনগর উপজেলা আল ইসলাহ’র প্রচার সম্পাদক ফরহাদ আহমদ, শাখার সহ-প্রশিক্ষণ সম্পাদক সাব্বির আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া আহমদ ইমন, সদর উপজেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিন রাফি, শহর শাখার সভাপতি শিহাবুর রহমান, টাউন কামিল মাদরাসা সভাপতি নাফিউল ইসলাম, সরকারি কলেজ সভাপতি আব্দুল কুদ্দুস চৌধুরী, জুড়ি উপজেলা সভাপতি এমরান আহমদ, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি রাকিবুল ইসলাম সালেহ, পৌর সভাপতি শায়েল আহমদ, রাজনগর ডিএস ফাজিল মাদ্রাসা সভাপতি আশরাফুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা সভাপতি রকিব আহমদ, পৌর সভাপতি তৌফিক এলাহি, সদর উপজেলা সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক আবু সালেহ শিপু, জুড়ি উপজেলা সাধারণ সম্পাদক সামাদ পারভেজ, মৌলভীবাজার শহর শাখা সাধারণ সম্পাদক নাইম আলী কামরান, টাউন কামিল মাদরাসা সাধারণ সম্পাদক হাফিজ আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আজাদ, কমলগঞ্জ পৌর সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ, কুলাউড়া পৌর সাধারণ সম্পাদক রাসেল আহমদ প্রমুখ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.