সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের পাশে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তার নাম মো. কবির হোসেন(৪৫)। তিনি সুনামগঞ্জ সদর উজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের মো. নুর ইসলামের ছেলে।
শুক্রবার দুপুরে এ র্দূঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জাান যায়,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ব্যাক্তিটি তার বাড়ির পাশে ব্রীজ সংলগ্ন নিজের পুকুরে মাছ চাষ করে আসছিলেন। মাছগুলো রাতের বেলা রক্ষনাবেক্ষনের জন্য পুকুরের মাঝখানে বিদ্যুৎতের লাইন নিয়ে লাইটিংয়ের ব্যবস্থা করেছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাতে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে বিদ্যুৎতের লাইনের তার ছিড়ে পুকুরের পানিতে পরে যায়। শুক্রবার দুপুরে তিনি তার পুকুরে গোসল করতে নেমেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান প্রাকৃতিক দূর্যোগের দেশ আমাদের এই বাংলাদেশ। কাজেই সবাইকে আরো বেশী করে সচেতনতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।