সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আগামী ৩০অক্টোবরের মধ্যে সরকার দলীয় নির্বাচনী ইশতেহারে ৭দফা বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, কোন গণতান্ত্রিক দেশে নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নের জন্য আন্দোলন করতে হয় না। কিন্তু আমরা একাধিকবার গণআন্দোলন সহ বিভিন্ন আন্দোলন করেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের স্বদিচ্ছার কোন উদ্যোগ পরিলক্ষিত হয়নি।
তিনি শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্র ঘোষিত সারা দেশ ব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্ম সুচির অংশ হিসেবে সিলেট মহানগর শাখা ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ঐক্যপরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তি যোদ্ধা গোপিকা শ্যম পুরকায়স্থ, ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সহ সভাপতি ডিকন নিঝুম সাংমা, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, রকি দেব প্রমুখ। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুরমা পয়েন্ট সমাবেশে মিলিত হয়।