সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে যুক্তরাজ্যে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত (২ অক্টোবর) সোমবার যুক্তরাজ্যের হাইড পার্ক মার্বেল আর্চ ষ্টেশনের সামনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এর নেতৃত্বে আয়োজিত সমাবেশে যুক্তরাজ্য বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত হয়ে অনতিবিলম্বে বিএনপি ঘোষিত এক দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।
বক্তারা, অবিলম্বে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, গুম, খুন, নির্যাতন-নিপীড়ন, দুর্নীতি দুঃশাসনের প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে ১ দফা দাবির আহবান জানান।