সিলেটপোস্ট ডেস্ক::মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন বলেছেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও কৃষক দলের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। তিনি সিলেট নগরীর নবগঠিত ৩৬নং ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন করে ভোটের অধিকার ফিরিয়ে আনা, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে ফিরিয়ে আনাসহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কৃষক দল সামনের কাতারে থাকবে বলে আমি মনে করি।
সোমবার( ৯ অক্টোবর) সন্ধায় সিলেট নগরের ৩৬ ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৩৬ নং ওয়ার্ড কৃষকদল নেতা সালাউদ্দিন স্বপন এর সভাপতিত্বে ও বাবুল আহমদ বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম জহুরুল ইসলাম মখর, সিলেট জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল মামুন খান,জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম,জেলা বিএনপির সাবেক সদস্য ফয়জুর রহমান ফয়েজ,সাবেক টুলটিকর ইউনিয়নের কৃষকদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন,সদর উপজেলা কৃষকদলের আহবায়ক শহিদ আহমদ,সাবেক জেলা যুবদল এর ক্রীড়া বিষয়ক সম্পাদক সুলতান আহমদ চৌধুরী,জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ।
এসময় ৩৬ নং ওয়ার্ড কৃষক দলের সালাউদ্দিন স্বপনকে আহবায়ক ও আব্দুর রহিম মিয়াকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন।
কমিটি গঠন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,মোঃ ফয়জুর রহমান,আল মামুন খাঁন,বাবুল আহমদ বাবু,তফজ্জুল হোসেন,মোঃ সালাউদ্দিন স্বপন,দেলোয়ার হোসেন,লুৎফুর রহমান,মোঃ ইকবাল আহমদ,মোঃ হোসেন আলী,মোঃ শহিদুল ইসলাম,মোঃ রুমন আহমদ,সৈয়দ আব্দুল মুহিত সুরত,মোঃ বলিক হোসেন,সৈয়দ লোকমান,মোঃ লুৎফুর রহমান শিকদার,সৈয়দ আক্তার,মোঃ মখলিছ,মোঃ জালাল উদ্দিন,খোকন আহমদ,আবু মোঃ খালেদ,রুহেল প্রমুখ।