মীর শোয়েব আহমদ: জৈন্তাপুর::সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা পুলিশের ২টি আভিযানিক দল জৈন্তাপুর মডেল থানার টিম এর এসআই(নিঃ) মুহিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ১০/১০/২৩তারিখ সকাল ০৭ঃ৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে ৭০বস্তা অর্থাৎ ৩৫০০ কেজি চিনি জনৈক সাহেল এর বসতঘর থেকে জব্দ করেন এবং উক্ত বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। অপর একটি পৃথক অভিযানে ২নং জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজারস্হ সিলেট তামাবিল মহাসড়ক এর পশ্চিম পাশে আলিফ ট্রান্সপোর্ট এর সামনে থেকে ৫৯ বোতল পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় মদ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।চোরাচালান এর বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।