সিলেটপোস্ট ডেস্ক::জালালাবাদ কলেজের একাদশ শ্রেণির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে নবীনবরণ ও ওরিয়েন্টশনের আয়োজন করা হয়।
জালালাবাদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জির সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শিক্ষকবৃন্দের মধ্যে থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর সায়েম আহমদ চৌধুরী, সহকারী অধ্যাপক আয়েশা বেগম, সহকারী অধ্যাপক আব্দুস শাকুর, সহকারী অধ্যাপক আবু সাঈদ প্রমুখ। প্রভাষক ফরিদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন কবির আহমদ, বিপ্লব চন্দ্র দাস, নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন একারানী চন্দ্র, রুবেল আহমদ।
শিক্ষকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, ফাহিমা সুলতানা, সালমা, ফারুক আহমেদ, নজরুল ইসলাম, মেহেদি হাসান জাবেদ, নাবিলা রহমান চৌধুরী, তাহসিন সিদ্দিকা, সাজিদুর রহমান মুরাদ, সাব্বির আহমদ মিজান, সাদিক আহমদ রুবেল, মো: বেলাল আহমদ, জামিল আহমদ, জুবায়ের আহমদ, মাহমুদুর রহমান সামি প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণির গণ্যমান্য ব্যক্তিগণ।