সিলেটপোস্ট ডেস্ক::বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর রেজিস্ট্রি মাঠে অনশন কর্মসূচি পালন করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
উক্ত অনশন কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, সকল উপজেলা, পৌর এবং মহানগরীর সকল ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী অনুরোধ জানিয়েছেন।