সিলেটপোস্ট ডেস্ক::লাইন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগে অক্টোবর সেবা মাস উপলক্ষে সিলেট নগরীতে গত কয়েক দিন টানা বৃষ্টিতে বাসাবাড়িতে পানি ঢুকে অনেক ক্ষয়ক্ষতি হয়। তাদের মধ্যে ১৮নং ওয়ার্ডে ৭টি পরিবারকে তোষক, বালিশ, বিছনা চাদর বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বিকালে এই ত্রাণ বিতরণ করেন লাইন্স ক্লাব অব সিলেট হলিসিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, লাইন্স ক্লাব অব সিলেট হলিসিটির সভাপতি লায়ন সাজুওয়ান আহমদ, সাবেক সভাপতি লায়ন আতাউর রহমান সেলু, লায়ন কাজী মুকিত সুমন প্রমুখ।