সিলেটপোস্ট ডেস্ক::হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব শতবর্ষ) উপলক্ষে সিলেটে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার সংগৃহীত ছবি নিয়ে ফটো সাংবাদিক মামুন হাসান সম্পাদিত ও মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ কর্তৃক প্রকাশিত “আলোকপটে বঙ্গবন্ধু” এ্যালবামের একটি কপি শুক্রবার (১৩ অক্টোবর) রাতে নগরীর একটি অভিজাত হোটেলে সাক্ষাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপির হাতে তুলে দেন এ্যালবামের সম্পাদক মামুন হাসান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর তোফায়েল আহমদ সেফুল, মা ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ফটো সাংবাদিক মো. দুলাল হোসেন, ফটো সাংবাদিক নাজমুল কবির পাভেল, নুরুল ইসলাম, বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ ছাত্রলীগ নেতা সুহেল আহমদ।