সাইদুলের সন্ধান চান পরিবার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৩, ১:৫১ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক:;সিলেট দক্ষিণ সুরমা থানাধিন মো. তাহির উদ্দিনের ছেলে তামবির ইসলাম সাইদুলের সন্ধান চান পরিবার।এই বিষয়ে গত ১৪ আক্টোবর ২০২৩ ইংরেজি তারিখে দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তার পিতা তাহের উদ্দিন। যাহার নং- ৭৭৬।
সাধারণ ডায়েরী সূত্রে জানায় যায়, গত শুক্রবার ১৩ অক্টোবর ২০২৩ইং বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি কাজিরখলা এলাকা থেকে তার ছেলে তামবির ইসলাম সাইদুল নিখোঁজ হয়েছেন।
তার বয়স ১৩ বছর, চুল কালো ছোট-ছোট, রমড়ার রং শ্যামলা, মাপ ৪ ফুর ১০ ইঞ্চি ও ওজন ৪৫ কেজি।
তাহের উদ্দিন সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে সাধারণ ডায়েরী করেন।
যদি কেউ তার সন্ধান পান তাহের উদ্দিনের ০১৭২২১৯৯৬৭৭ এই নাম্বারে যোগাযোগ অথবা নিকটস্থ থানায় যোগাযোগের জন্য অনুরোধ জানান।