সিলেটপোস্ট ডেস্ক::ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র সাবেক সহ সাধারণ সম্পাদক ও দেশ টিভির ভিডিও জার্নালিস্ট শ্যামানন্দ দাশের মা‘ জোৎস্না দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইমজা নেতৃবৃন্দ।
ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক গোলজার আহমেদ এক শোক বার্তায় বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রবিবার বিকেলে জোৎস্না দাশ তার নিজ বাড়িতে পরলোক গমন করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানান রোগে দীর্ঘদিন থেকে ভুগছিলেন।