সিলেটপোস্ট ডেস্ক::শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেটের জেলা প্রশাসক ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের সভাপতি শেখ রাসেল হাসানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার শ্রীহট্ট সংস্কৃত কলেজের পূজা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ও পূজা কমিটির প্রধান সমন্বয়কারী ড. দিলীপ কুমার দাস চৌধুরী, সিলেট সাংস্কৃতিক কলেজের পূজা কমিটির সভাপতি ডা: রনজিত দেবনাথ, সহ-সভাপতি জয়ন্ত ব্যানার্জী, সাধারণ সম্পাদব বিন্দু মজুমদার, সাংগঠনিক সম্পাদক অর্জুন কুমার চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক শংকর দাস, কোষাধ্যক্ষ সাধন চন্দ্র কিলিখদার, সাংস্কৃতিক সম্পাদক দেবর্ষী চৌধুরী দীপ, শোভাযাত্রা সম্পাদক শ্যামল চন্দ্র দাস প্রমুখ।