দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২কেজি গাঁজাসহ এক গাঁজা কারবারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়,রবিবার (১৫ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে একদল চৌকস টিমের অভিযানে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের উষাইরগাঁও গ্রামের যাতায়াতের রাস্তার উপর অভিযান চালিয়ে ছাতক উপজেলার বড়কাপন গ্রামের মৃত নুরুল হকের পুত্র মোঃ এমদাদুল হক (৪০)এর হেফাজতে থাকা ২কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় গাঁজসহ এই গাঁজা কারবারি আটক করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।