সিলেটপোস্ট ডেস্ক::যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা, সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মুহাম্মদ মনির হোসাইন দক্ষিণ সুরমার মিরেরচক গ্রামে মতবিনিময় করেছেন। সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর তিনি গ্রামের নতুন মসজিদ প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সঙ্গে এ মতবিনিময় করেন। এসময় মনির হোসাইন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিতে সবার ভোট ও সমর্থন চান।
তিনি বলেন- ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশে এত বড় বড় উন্নয়নপ্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে শুধুমাত্র দেশরত্ন শেখ হাসিনার সরকার থাকায়। তাই দেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে বর্তমান সরকারকেই আবার ক্ষমতায় নিয়ে আসতে হবে।’
সরকারের উন্নয়নযাত্রার সহসৈনিক হিসেবে নৌকার মাঝি হয়ে বৃহৎ পরিসরে সিলেট-৩ আসনের মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন এসময় মনির হোসাইন।
মতবিনিময়কালে বক্তারা বলেন- মনির হোসাইন আমাদের দক্ষিণ সুরমার গর্ব। তিনি সৎ এবং উচ্চশিক্ষিত একজন ব্যক্তি। তাকে আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে মনোনীত করলে সিলেট-৩ আসনের বাসিন্দারা পাবেন একজন নির্মোহ এবং সৎ মানুষ, দক্ষিণ সুরমা, ফে ুগঞ্জ ও বালাগঞ্জের মানুষ পাবেন তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি।
মতিবিনময় শেষে সরকারের উন্নয়ন ও নিজের প্রচারপত্র বিলি করেন মনির হোসাইন।