সিলেটপোস্ট ডেস্ক::অগ্রণী ব্যাংক লিমিটেড এর সিবিএ নির্ধারণী নির্বাচন সোমবার (১৭ অক্টোবর) সম্পন্ন হয়েছে। সারাদেশের ন্যায় সিলেটেও সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।
নজরুল-হালিম নেতৃত্বাধীন অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) নির্বাচনে গোলাপ ফুল প্রতীক, অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতি ছাতা প্রতীক, অগ্রণী ব্যাংক কর্মচারী ইউনিয়ন হারিকেন প্রতীক ও অগ্রণী ব্যাংক এমপ্লয়ীজ চাকা প্রতীক প্রতিদ্বিন্দতা করে।
ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার শ্রম অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোঃ আবুল বাশার জানান, শান্তিপূর্ণ পরিবেশে ২৭ জন ভোটারের মধ্যে ২৪ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ গোলাপফুল প্রতিকে পেয়েছে ২৪ ভোট। পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন স্মরণ কুমার রায়।