সিলেটপোস্ট ডেস্ক::স্থানীয় কবির কবিতায় আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। গতকাল ১৪ অক্টোবর মান দিবস ও মহালয়ার দিনে শনিবার সকাল ১১ টায় পুনম কর পূজা’র সঞ্চালনে চৌকিদেখী আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজে আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিমল করের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সুভাষ রঞ্জন দাস। প্রধান বক্তা ছিলেন আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকার। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড এর কাউন্সিলর বিক্রম কর সম্রাট। ও কবি অমিতা বর্দ্ধন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাবেল আহমেদ, নমিতা দেব।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কবি তার জীবদ্দশায় সম্মান পাওয়া উচিত যা মুক্তাক্ষর আবৃত্তি সংগঠন অনুষ্ঠানের মাধ্যমে তা করে দেখাল।
কবির লেখায় আবৃত্তি করেন শ্রেয়া,ঐশিকা, অনুসুয়া,মিম,প্রভা,প্রত্যয়,স্