সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদন্ড। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরকার শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার লক্ষে প্রতিটি সরকারি বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা কার্যক্রম চালু করেছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত শিক্ষা অর্জন করছে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন।
শিক্ষার্থীরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার মাধ্যমে উন্নত জাতি গঠন করা যায়। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। কারণ শিক্ষার্থীরাই পাড়ে শিক্ষার মাধ্যমে একটি জাতিকে এগিয়ে নিতে।
তিনি মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ ফখর উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেট বিভাগের সাবেক পরিচালক কুতুব উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য শাহনুর, হযরত শাহজালাল রহঃ তমজিদ আলী হাফিজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি শিক্ষানুরাগী আনছার আহমদ কয়েছ প্রমুখ।