সিলেটপোস্ট ডেস্ক::বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে (বি.বি.আই.এস) শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ দিবস উদযাপিত হয়।
এ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাদ্দিস আহমদ শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, শেখ রাসেলের অনেক স্বপ্ন ছিল। তিনি বেঁচে থাকলে অনেক বড় হতেন জীবনে। কিন্তু তার জীবন শৈশবেই থেমে গিয়েছিল। তোমাদেরকে শেখ রাসেলের মত স্বপ্ন দেখতে হবে, যাতে জীবনে অনেক বড় হতে পারো। অধ্যক্ষ তাঁর বক্তব্যে শেখ রাসেলের শৈশবের বিভিন্ন স্মৃতি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
এর আগে সকালে বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশের পর শিক্ষক-শিক্ষার্থী সকলের অংশগ্রহণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বৃক্ষরোপণ করা হয়। এরপরে শুরু হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অ্যাকাডেমিক হেড বিজিত দেব রায় এবং উপাধ্যক্ষ এ.কে মাহমুদুল হক। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারি শিক্ষক রুবিনা পারভীন, সিনিয়র শিক্ষক সুমন আল মাহমুদ এবং বিদ্যালয়ের উপাধ্যক্ষ এ.কে. মাহমুদুল হক। উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক তানভীর খান। এতে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম।