সিলেটপোস্ট ডেস্ক::স্কলার্সহোম মেজরটিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দেয়ালিকার মোড়ক উন্মোচন, বৃক্ষরোপণ এবং আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় শেখ রাসেলকে নিবেদিত শেখ রাসেল দেয়ালিকা-২০২৩ এর মোড়ক উন্মোচন করেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। পরে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন তিনি। সকাল ১০ টায় কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. ফয়জুল হক। অতঃপর আইসিটি বিভাগের উদ্যোগে শেখ রাসেলকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
শেখ রাসেলের উপর আলোচনা রাখেন বাংলা বিভাগের প্রভাষক এমদাদুর রহমান ও ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম মাওলা চৌধুরী। শিক্ষার্থীদের মধ্য থেকে শেখ রাসেলের প্রতি অনুভূতি ব্যক্ত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাইজা ইমতিয়াজ এবং আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথির বক্ত্যবে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, “বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল। তিনি মহান দেশনেতার সন্তান বলেই তাঁর ভাগ্য ছিল ত্যাগ তিতিক্ষায় কণ্টকাকীর্ণ। শিশুরাই পৃথিবীর ভবিষ্যৎ অথচ শিশুদের জন্য নিরাপদ পৃথিবী এখনো গড়ে ওঠেনি।
তিনি আরো বলেন, “শেখ রাসেলকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে নয় হাজারের অধিক শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, তিনশোর অধিক শেখ রাসেল স্কুল অব ফিউচার, শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো অনুষ্ঠান শিশুদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করছে। সর্বোপরি শেখ রাসেল দিবস শিশুশিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
পরে নির্মম ১৫ আগস্টে শহিদ শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষার প্রভাষক ওসমান গণী।