সিলেটপোস্ট ডেস্ক::জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর শিব প্রসাদ সেন এর আত্নার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বাদ আছর হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শেখ লিপন এবং সাধারণ সম্পাদক দেব প্রিয় শুভসহ মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেল সহ তার পরিবারের শহীদ সদস্যদবৃন্দ এবং গৌরবময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।