সিলেটপোস্ট ডেস্ক::অধিক সংখ্যক মামলা নিষ্পত্তি ও গ্রেফতারী পরোয়ানা তামিল করে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ অবদান রাখায় সিলেট রেঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর-কে শ্রেষ্ঠ থানা হিসেবে মনোনীত করা হয়েছে।
আজ ১৯ অক্টোবর ২০২৩ইং। সকালে সিলেট রেঞ্জ পুলিশ ডিআইজি’র কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে থানার অফিসার (ইনচার্জ) শ্যামল বণিকের হাতে থানার শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম।
বিশ্বম্বরপুর থানায় অফিসার (ইনচার্জ) হিসাবে শ্যামল বণিক দায়িত্ব গ্রহনের পর তিনি জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সিলেট রেঞ্জের সকল থানার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা মূল্যায়নের উপর এই পুরুস্কার প্রদান করা হয়েছে ।
পুরস্কার হিসাবে নগদ ১০ হাজার টাকা ও একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসময় পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।