সিলেটপোস্ট ডেস্ক::সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৩নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু। শুক্রবার (২০ অক্টোবর) মির্জাজাঙ্গালস্থ এলাকায় তিনি সুবিধা বঞ্চিতদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ তিনি।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। যার নেতৃত্বের কারণে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যুগ যুগ ধরে বহমান সিলেটের সম্প্রীতি সবসময়ই অঁটুট আছে এবং আগামীতেও অঁটুট থাকবে। সবাইকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা উদযাপনের আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অজিত শর্মা, তাপস ভট্টাচার্য, রাজীব দাস, অশোক শর্মা, রতন দে, রাজীব দাস, বিশ্বজিৎ দত্ত বিমান, চন্দন দে, তৃষ্ণা চক্রবর্তী, সঞ্জু দাস, শানু সিংহ, রতন মল্লিক সিন্টু, সর্বেশ্বর দত্ত সাজন, সর্বজয় দত্ত শান্তম, সর্বময় দত্ত সীমান্ত প্রমুখ।