
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে আসর নামাজ আদায়ের পর তারা এই বিক্ষোভ মিছিলটি করেন।
উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মাদ্রাসা,স্কুল, কলেজের ছাত্র শিক্ষক ও সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে ইসরায়েলি হামলা বিরোধী বিক্ষোভ মিছিলটি বাংলাবাজারে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গলি ঘুরে বাজারের মেইন রাস্তায় এসে শেষ হয়।
মাওলানা মকবুল আহমদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, মাওলানা আব্দুস সাত্তার মাওলানা আক্কাস আলী, ডা:হারুনুর রশিদ,এস এম হাসমত উল্লাহ,মাওলানা সিরাজুল ইসলাম ফজলুর রহমান,ইমান আলী প্রমুখ
এসময় বক্তারা ফিলিস্তিনের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বমোড়লদের দৃষ্টি আকর্শন করেন এবং অনতি বিলম্বে নারকীয় এই গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহন করতে অনুরোধ জানান।
পঠিত : 2