সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম এ এইচ এম ইকবাল আহমদ হাসনু’র ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবার (২১ অক্টোবর) বাদ মাগরিব এসোসিয়েশনের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, সদস্য দুলাল হোসেন, মামুন হাসান, ইকবাল মুন্সি, শেখ আব্দুল মজিদ, আব্দুল খালিক, ফটো সাংবাদিক আকমল হোসেন সুমন জালালাবাদ যুব কল্যাণ সংস্থার সভাপতি আবু তাহের, রফিক আহমদ, গোয়াইনঘাট সংবাদ পত্রিকার সম্পাদক আব্দুর রহিম, লাক্কারতুলা স্টাফ কোয়াটার মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদির, সামিয়া ট্রেড’র স্বাত্ত্বাধিকারী মানিক আহমদ আকাশ, জাহেদ আহমদ, রুহুল আমিন, আব্দুল কাদির মারুফ প্রমুখ। দোয়া পরিচালনা করেন সিলেট কাস্টমস মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ ইয়াহিয়া
উল্লেখ্য, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম এ এইচ এম ইকবাল আহমদ হাসনু ২০১১ সালের ২১ অক্টোবর ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি হবিগঞ্জ জেলা থেকে এসোসিয়েশনের সদস্য হয়েছিলেন।