সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জামাল হোসেন হৃদয় স্বাক্ষরিত এক বিবৃতিতে মোহাম্মদ মুসা মিয়াকে আহ্বায়ক ও জয়দীপ চক্রবর্তীকে যুগ্ম আহবায়ক এবং খালেদ আহমেদ মাহমুদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সদস্য আবু তাহের, বদরুল আলম, শাহীন আহমদ, বাচ্চু মিয়া, সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন, সিরাজুল ইসলাম সাইফুল ইসলাম, কয়েছ আহমদ।