সিলেটপোস্ট ডেস্ক::সিলেটে বিয়ানীবাজার রানার্সের ২য় বারের মতো টি শার্ট উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল ৫টায় নগরীর ধোপাদিঘীরপাড় ওয়াকওয়ে এই টি শার্ট উন্মোচন করেন অতিথিবৃন্দ।
টি শার্ট উন্মোচনকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরশেননের ২২নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর ফজলে রাব্বি মাসুম, বিয়ানীবাজার রানার্সের এডমিন খান এমদাদ, এডমিন বেলায়েত হোসেন, এডমিন দেলোওয়ার হোসেন, সিলেটের রানিং আইকন ট্রেইনার লায়েক আহমদ, এলিট রানার্সের এডমিন আবু নাসের, সাউথ সুরমা রানার্সের এডমিন আব্দুল বারি সুজন, এক্সিটিম রানার্সের এডমিন রাজিব দাস, এসএফসি কমিউনিটির উপদেষ্টা জাবের, সিনিয়র সহ-সভাপতি হাসান মাসুদ হিল্লুল, সুনামগঞ্জ রানার্স কমিউনিটি এডমিন মামুন, ম্যারাথন রানার্স রানার জাকির হোসেন বিদ্যুত, মহিলা রানার্সের তনিমা সুরভী, রানিং কমিউনিটির মনসুর, ফখরুল ইসলাম, দেলোয়ার সাদি, স্পিড বয় রানার ফায়িন্স, স্পিড বয় রানার আলী, হারুন সহ বিভিন্ন কমিউনিটির রানারবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিয়ানীবাজার রানার্সের উদ্যোগে আগামী ১২ জানুয়ারী ২০২৪ সালে বিয়ানীবাজার হাফ ম্যারাথন-২০২৪ আয়োজন করা হবে।