সিলেটপোস্ট ডেস্ক::সিলেট লায়ন্স ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান মরহুম লায়ন ডা: এ হাসান এর স্মরণে শোক সভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর মানিকপীর রোডস্থ লায়ন্স শিশু হাসপাতালে আয়োজন করে সিলেট লায়ন্স ফাউন্ডেশন।
সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন খায়রুন নেছা শেলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহেরের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান লায়ন ডা: মোস্তফা শাহজামাল চৌধুরী বাহার, সাবেক চেয়ারম্যান লায়ন হারুন আল রশীদ দিপু, সাবেক চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন শামসুল আলম খান, সাবেক সাধারণ সম্পাদক লায়ন ইমরান আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন নাজনীন হোসেন, লায়ন মাহবুবুল হক, লায়ন সাজ্জাদুর রহমান, লায়ন মুহিতুর রহমান, লায়ন মাছুম জোয়ারদার, লায়ন কাজী মুকিত সুমন, লায়ন আব্দুল্লাহ আল মামুন সামুন, লায়ন আব্দুল হামিদ, লায়ন দেলোওয়ার হোসেন, লায়ন সানজিদা খানম প্রমুখ।
শোক সভা ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।