হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি::পাঁচ দিনব্যাপী উৎসব শেষে বালাগঞ্জের ৩২টি প্রতিমা বিসর্জন করা হয়েছে। বালাগঞ্জ বাজার ঘাটে বিসর্জন মঞ্চে প্রতিমা প্রদর্শনী দেখিয়ে বিভিন্ন পূজামণ্ডপ থেকে ট্রাক, রিকশা, ভ্যান ও নৌকায় আসা প্রতিমাগুলো কুশিয়ারা নদীতে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিসর্জন দেন প্রতিমা।
মঙ্গলবার বিকেল থেকে বালাগঞ্জ বাজারস্থ কুশিয়ারা নদীর তীরে বালাগঞ্জ উপজেলা পূজা কমিটির নেতৃত্বে প্রতিমা বিসর্জনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ দাস।
দেখা যায়, চারপাশে খোল-করতাল আর ঢাকের বাজনার সঙ্গে নেচেছেন মানুষ। কেউ কেউ দেব-দেবীর উদ্দেশ্যে দিচ্ছিলেন উলুধ্বনি। এমন উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দিয়েছেন হিন্দুধর্মাবলম্বীরা। এই বিসর্জনের মাধ্যমে মঙ্গলবার (২৪ অক্টোবর) শেষ হলো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব। এর আগে সকালে সারা দেশের মণ্ডপে মণ্ডপে সিঁদুরখেলার মধ্য দিয়ে দেবী দুর্গার দর্পণ বিসর্জন দেওয়া হয়।
বালাগঞ্জ উপজেলা পূজা কমিটির সভাপতি রজত চন্দ্র দাস ভূলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, চীপ সিকিউরিটি অফিসার সচিবালয় রাজিব দাস, উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি জুনেদ মিয়া, শেফিল্ড আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান শাহিন, উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পবিত্র বণিক, সাধারণ সম্পাদক শান্তি ব্রত চৌধুরী, পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিজন কুমার দাস, পূজা পরিষদের সহ সভাপতি প্রদীপ দাস, যুগ্ম সম্পাদক পুলক দাস দূরন্ত, কোষাধক্ষ্য অর্জুন দেবনাথ, সদস্য লিটন দাস প্রমুখ।