
এদিকে, রোববারের হরতালকে কেন্দ্র করে সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম ফারুক, বিএনপি নেতা মোঃ আব্বাছ আলী, সৈয়দ শাহরিয়ার রহমান জুয়েল, মোঃ সোহেব আহমদ, বদরুল ইসলাম, নাসির উদ্দিন, এনামুল হাসান, আবুল কাশেম, আব্দুস শহীদ সহ সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের প্রায় ২৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এই গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবী করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপি নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, মামলা-হামলা ও গ্রেফতার-নির্যাতন করে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করা যাবে না। যত জুলুম নির্যাতন আসুক না কেন স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত মুক্তিকামী জনতা ঘরে ফিরে যাবেনা। অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিয়ে পদত্যাগ করুন। অন্যতায় ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ দলের সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার জন্য দলের সকল নেতাকর্মী ও সমর্থকের প্রতি আহবান জানান।