সিলেটপোস্ট ডেস্ক::গাজায় গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনে শান্তি ফিরিয়ে দেওয়ার দাবিতে জাকের পার্টি সিলেট জেলা ও মহানগর উদ্যোগে গত শুক্রবার (২৭ অক্টোবর) নগরীরতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন জাকের পার্টির সিলেট মহানগর সভাপতি প্রভেসার জয়নাল আবেদীন, ছাএ ফ্রন্টের সিলেট বিভাগীয় সভাপতি আল আমিন হোসেন, যুব স্বেচ্ছাসেবক ফ্রনটের বিভাগীয় সভাপতি জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাছুম আহমেদ, সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।